হাওজা নিউজ এজেন্সি: ইমাম কাযিম (আ.) বলেছেন,
بِئْسَ الْعَبـْدُ عَبـْدٌ يَكُونُ ذا وَجْهَيْنِ وَذا لِسانَيْنِ يـُطْرى اَخـاهُ اِذا شاهـَدَهُ وَيـَأْكُلُهُ اِذا غابَ عَـنْهُ
সেই বান্দা নিকৃষ্ট, যে দুই মুখ ও দুই জিহ্বাবিশিষ্ট (অর্থাৎ যার মুখে এক কথা আর অন্তরে আরেক কথা); যখন সে তার ধর্মীয় ভাইকে সামনাসামনি দেখে, তখন তার প্রশংসা করে ও তোষামোদ করে; আবার তার পিছনে তার সমালোচনা ও নিন্দা করে।
[বিহারুল আনওয়ার, খণ্ড- ৭৫, পৃষ্ঠা- ৩১]
আপনার কমেন্ট